সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

নোমান ভাই পরিপূর্ণ রাজনীতিবিদ ছিলেন : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের এই সময়ে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের বড়ই প্রয়োজন ছিল। তিনি বলেন, নোমান ভাইয়ের নেতৃত্বে আমরা চট্টগ্রাম মহানগরের রাজনীতি করেছি। চট্টগ্রামের রাজনীতিতে, আন্দোলন, সংগ্রামে রাজপথে আমরা একসাথে কাজ করেছি। নোমান ভাই ছাত্র রাজনীতি করেছেন, শ্রমিক রাজনীতি করেছেন, বিএনপির রাজনীতি করেছেন। শুক্রবার দুপুর ২টার দিকে নগরের জমিয়তুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে মরহুম আবদুল্লাহ আল নোমানের জানাজার পূর্বে অনুষ্ঠিত স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, উনি একজন পরিপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। উনি সার্বক্ষণিকভাবে রাজনীতিতে জড়িত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠিত করার জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণসহ এই অঞ্চল এবং যেখানেই দলের ডাক দেওয়ার জন্য বলা হয়েছে সেখানে ছুটে গেছেন। নোমান ভাই ছাত্র রাজনীতি করেছেন, শ্রমিক রাজনীতি করেছেন, বিএনপির রাজনীতি করেছেন।আন্দোলন-সংগ্রামে নোমানের ভূমিকা উল্লেখ করে সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু বলেন, সুখ, দুঃখ, ভালো খারাপ সময় আমরা অতিক্রম করেছি। সরকারের ভেতরে, বাইরে, রাস্তায় শেখ হাসিনাবিরোধী আন্দোলন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলন, তার আগে এরশাদবিরোধী আন্দোলনে উনার উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন। চট্টগ্রামের রাজনীতিতে আমরা উনার অবদানের জন্য ঋণী। নোমান ভাই হয়তো সুস্থ থাকলে, আরও কিছু দিন বাঁচলে আমাদের আগামী রাজনীতিতে বিশেষ করে আজকের যে প্রেক্ষাপট আরেকটি ক্রান্তিলগ্নে আমরা এসে পড়েছি। এ সময় তার অবদান আমাদের প্রয়োজন ছিল।
এসময় আবদুল্লাহ আল নোমানের স্মৃতিচারণে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি শাহ আলম বলেন, আমরা একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি। নোমান ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি। পাকিস্তান পুলিশ ১৯৬৮ সালের ৫ আগস্ট উনাকে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ স্ট্যাট ব্যাংক অব পাকিস্তান থেকে গ্রেপ্তার করেছিল। একই দিন আমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া কলেজের গেট থেকে গ্রেপ্তার হই। আমরা ৫ মাস একসঙ্গে জেলে ছিলাম। এছাড়াও উনার সঙ্গে রাজনীতি বিভিন্ন ঘটনা নিয়ে আমি লিখবো। আপনারা উনার সম্পর্কে আরো জানতে পারবেন।
এছাড়া বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, মাহবুবুর রহমান, মহানগর কমিটির আহবায়ক এরশাদ উল্লাহ, বাংলাদেশ জামায়েত ইসলাম চট্টগ্রামের আমীর শাহজাহান চৌধুরী বক্তব্য রাখেন।
জানাজার পূর্বে সবার প্রতি ধন্যবাদ প্রকাশ করেন প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে ব্যারিস্টার সাঈদ আল নোমান। জানাজার পর চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে তাঁকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img