সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
spot_img

রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতেই অভিযান:মেয়র

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, রমজান মাসে যাতে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা হয়; সেজন্যই অভিযান চালানো হচ্ছে। অন্যান্য দেশে রমজান মাসে ভর্তুকি দিয়ে বিক্রি করা হয়। কারণ তারা সেটাকে সওয়াব হিসেবে দেখে। আর আমাদের দেশে রোজা এলে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দেয়। এ সময় তিনি রমজান মাস এলেই ব্যবসায়ীদের মধ্যে অস্থিরতা বেড়ে যায় বলে মন্তব্য করেন।
সোমবার ১২টার দিকে চট্টগ্রাম নগরের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় সঙ্গে ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।
ব্যবসায়ীরা রাতারাতি ধনী হতে চান মন্তব্য করে মেয়র বলেন, তারা (ব্যবসায়ী) চাই রাতারাতি ধনী হয়ে যেতে। রোজার মাসে পুরো বছরের ইনকাম একসঙ্গে করতে পাগল হয়ে যায়। তাই বাজার মনিটরিং করছি। এ মনিটরিং অব্যাহত থাকবে। তেলের ব্যবসায়ী, উৎপাদনকারীসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে আগামীকাল (মঙ্গলবার) বসবো। তারা যাতে অনতিবিলম্বে বাজারজাত করে দাম কমিয়ে আনে। এ ব্যাপারে শক্তভাবে অ্যাকশন প্ল্যান নেওয়া হবে।
বাজার মনিটরিং করার কথা জানিয়ে চসিক মেয়র বলেন, কয়েকদিন ধরে সাধারণ মানুষের অভিযোগ ছিল— ভোজ্যতেল বাজার থেকে উধাও হয়ে গেছে। আর যেগুলো বিক্রি হচ্ছে প্রায় ১৮০-২০০ টাকার ওপরে চলে গেছে। সে কারণে আজকে আমরা এখানে এসেছি।
অভিযানে সত্যতা মিলেছে জানিয়ে তিনি বলেন, অভিযানে এসে সত্যতা মিলেছে এখানে ভোজ্যতেল মোটেও পাওয়া যাচ্ছে না। ভোজ্যতেল যেগুলো দেখেছি সেগুলো ল্যাব টেস্টের জন্য নিয়েছি। এগুলো পরীক্ষা করে দেখা হবে; এগুলো আদৌ ভোজ্যতেলের মতো কিনা!

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img