শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

আনোয়ারায় খাটের নিচে ১ লাখ পিস ইয়াবা, নারী গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় রায়পুর ইউনিয়নের একটি বাড়ি থেকে ৩ কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ ঘটনায় জড়িত মনোয়ারা বেগম নামে ৪৩ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার মো. আনোয়ার মাঝির বসতঘরে র‍্যাব-৭ এর পতেঙ্গা ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান চালায়।
র‍্যাব জানায়, উপজেলার রায়পুরের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার একটি বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে। গোপনে এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘরের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও ৪৩ বছর বয়সী মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়।পরে তার দেওয়া তথ্যে বসতঘরের খাটের নিচে লুকানো অবস্থায় ১০টি ইট সদৃশ প্যাকেটে বিশেষভাবে মোড়ানো এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারা বেগম তার পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করে জানান, কক্সবাজারের মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।মনোয়ারা বেগমকে উদ্ধারকৃত ইয়াবাসহ আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক মনোয়ারাকে জেল হাজতে প্রেরণ করা হবে এবং এ ঘটনায় জড়িত তার স্বামী ও ছেলেকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img