শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
spot_img

কানায় কানায় পূর্ণ জামায়াতের সমাবেশ

অনলাইন ডেস্ক: সাত দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে বিশাল জনসভায় পরিণত হয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য এ সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো নেতাকর্মী ও সমর্থকদের ঢলে উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।শনিবার (১৯ জুলাই) সমাবেশ শুরুর নির্ধারিত সময় দুপুর ২টার ৬ ঘণ্টা আগেই, অর্থাৎ ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে ওঠে। উদ্যান ছাড়িয়ে চারপাশের সড়কগুলোতেও হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই রাজধানী অভিমুখী বাস, ট্রেন ও লঞ্চে করে আগত জামায়াতের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করছেন। তাদের অনেকের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ শোভা পাচ্ছে। এছাড়াও দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট ও পাঞ্জাবি পরে এসেছেন বহু নেতাকর্মী। রমনা গেট থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হতে দেখা যায়, যেখানে প্রবেশ করতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সমাবেশ সফল করতে প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। ভোর থেকে সমাবেশের আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন স্পটে তাদের দেখা গেছে। একই ধরনের ড্রেস পরিহিত এ স্বেচ্ছাসেবকরা দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সহযোগিতা করছেন এবং কোন অঞ্চলের মানুষ কোন গেট দিয়ে প্রবেশ করবেন, তা বুঝিয়ে দিচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়ছে, যা পুরো রাজধানীকে এক ভিন্ন রূপে উপস্থাপন করেছে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img