নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চট্টগ্রাম আয়োজিত সাধারণ সভা চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় সংগীত, বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন শেষে পবিত্র কুরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে বাজুস’র প্রয়াত নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি যীশু বণিকের সভাপতিত্বে এবং শিমু রানী দেব ও শাহজাহান সিদ্দিকী লিটনের যৌথ সঞ্চালনায় সম্পাদকীয় বক্তব্য তুলে ধরেন, বাজুস’র সাধারণ সম্পাদক লায়ন প্রণব সাহা, অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি দীলিপ কুমার ধর, সিধুল কান্তি ধর, হারাধন মহাজান, খোকন ধর, প্রদীপ গুহ, সুজিত কুমার ধর, রাজিব ধর তমাল, বিপ্লব কান্তি ধর, তপন কান্তি ধর, রঞ্জন ধর, সত্য কুমার ধর, মিন্টু ধর, গোপী নাথ, শ¤ু¢ ধর, সুমন ধর, অলক চন্দ্র পোদ্দার, নয়ন কুমার ধর, রাজীব ধর, রনি বণিক, প্রদীপ বণিক, বাবলু ধর, সুধীর রঞ্জন বণিক, বিপ্লব বসাক, লিটন কান্তি ধর, শাস্তানু বণিক, মীনা নাথ ধর, মুহাম্মদ আজিজ উল্লাহ, শিমু রানী দেব, মন্টু চন্দ্র সরকার, প্রতাপ ধর। এছাড়াও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মধ্যহ্ন ভোজের পরে সাধারণ ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ব্যবসায়িক সমস্যার কথা তাদের বক্তব্যে তুলে ধরেন। সাধারণ ব্যবসায়ীরা স্বর্ণ ক্রয় নীতিমালা প্রণয়ন এবং স্বর্ণ আনা নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান এবং ১৯ জন কুইজ বিজয়ী ব্যবসায়ীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।