শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ বাতিল

ক্রীড়া ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) ক্রিকেট টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বহুল প্রতীক্ষিত ক্রিকেট ম্যাচটি বাতিল করা হয়েছে। ভারতীয় ক্রিকেটাররা অংশ নিতে অস্বীকৃতি জানানোর প্রেক্ষিতে ম্যাচটি বাতিল করেছে ডব্লিউসিএল কতৃপক্ষ।ডব্লিউসিএল-এর পক্ষ থেকে এক্সে এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান হকি দলের ভারত সফর এবং সাম্প্রতিক ভারত-পাকিস্তান ভলিবল ম্যাচ দেখে আমরা ভেবেছিলাম, একটি প্রীতি ম্যাচের মাধ্যমে পুরোনো সুখস্মৃতি ফিরিয়ে আনা যাবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে অনেকের অনুভূতিতে আঘাত দিয়েছি।এ জন্য আমরা দুঃখিত। তাই ভারত-পাকিস্তান ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’
বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিংয়ের নেতৃত্বে গঠিত ভারতীয় লিজেন্ডস দলের সদস্য ছিলেন শিখর ধাওয়ান, হরভজন সিং, ইরফান পাঠান, সুরেশ রায়না, রবিন উথাপ্পা ও বরুণ অরুন। এই দলটির অধিকাংশ খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান। এপ্রিলে পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার পর উভয় দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা এবং ‘অপারেশন সিঁন্দুর’-এর প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেটাররা এই সিদ্ধান্ত জানায়।
শিখর ধাওয়ান তার অবস্থান স্পষ্ট করে বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচে অংশ নিচ্ছি না। এই সিদ্ধান্ত আমি ১১ মে ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছিলাম। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং পেহেলগাম হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ধাওয়ান আরো বলেন, ‘আমাদের এই অবস্থান বুঝতে এবং সম্মান জানাতে আমরা লিগ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই।’শুধু ধাওয়ান নন, সুরেশ রায়নাও একই অবস্থান নিয়েছেন। এছাড়াও, সূত্রের খবর অনুযায়ী, আরো একাধিক ভারতীয় ক্রিকেটার ব্যক্তিগতভাবে ম্যাচে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন।
২০২৫ সালের এই ডব্লিউসিএল প্রতিযোগিতা চলবে ১৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত। ইংল্যান্ডের বার্মিংহাম, লেস্টার, লিডস এবং নরথ্যাম্পটনে হবে ম্যাচগুলো।অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের অবসর নেওয়া তারকা ক্রিকেটাররা।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img