সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ:৬ দাবি

অনলাইন ডেস্ক: বিমান দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশসহ ছয় দাবিতে বিক্ষোভে নেমেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।মঙ্গলবার সকাল ৯টা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটি সংলগ্ন গোলচত্বর এলাকায় তারা বিক্ষোভ করছেন।বেলা পৌনে ১০টায় আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘটনাস্থলে আসেন। এসময় তাকে দেখে শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি দেখেও একই স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা ‘উই ওয়ান্ট, জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ প্রভৃতি স্লোগান দেন।পরে বিক্ষোভকারীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদের আটকে দেন।
শিক্ষার্থী তাহমিদ ফাইয়াজ বলেন, “আমরা, মাইলস্টোনের শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাচ্ছি। বিচারহীনতা, অবহেলা ও দমননীতির বিরুদ্ধে আমাদের দাবি স্পষ্ট, আমাদের অবস্থান অটল।”আরেক শিক্ষার্থী ফারিহা তাবাসসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এত বড় ট্র্যাজেডি কেন ঘটল, আমরা এর জবাব চাই। এই হত্যার দায়ভার সরকারকে নিতে হবে।”
শিক্ষার্থীদের ছয় দাবি হচ্ছে-নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করা, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করা।
শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জনসমক্ষে সেনা সদস্যদের নিঃশর্ত ক্ষমা চাওয়া।নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া।বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো উড়োজাহাজ বাতিল করে আধুনিক উড়োযান চালু করা।
বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও ‘মানবিক ও নিরাপদ ব্যবস্থা’ চালু করা।
সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ২৭ জন নিহত হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img