শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬
spot_img

মিস্ত্রীপাড়ায় সিগারেটের আগুনে পুড়েছে নয় বসতঘর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন মিস্ত্রী পাড়া এলাকায় সিগারেটের আগুন থেকে ৯ টি বসতঘর আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ১ ঘন্টা পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।আজ বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরের ডবলমুরিং থানা এলাকার মিস্ত্রীপাড়ার মধুর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামালসহ নগদ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক চট্টগ্রাম জোন ১ মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মিস্ত্রীপাড়ার মধুর বাড়িতে বেলা সাড়ে এগারোটায় বসতঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের একটি টিম এসে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।সিগারেট ও বিড়ির জলন্ত অংশবিশেষ থেকে এই আগুনের সূত্রপাত হয় প্রতিবেদন প্রকাশ করেছে ফায়ার সার্ভিস।
বসবাসরত ভাড়াটিয়ারা জানান, অগ্নিকাণ্ডে ৯টি ভাড়া ঘর পুড়ে গেছে। আগুন লাগে বেলা সাড়ে এগারোটায়। বাসিন্দাদের মালামালসহ নগদ টাকাও পুড়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। এছাড়াও এখানে কয়েকটি ছোট গার্মেন্টস ছিল। সেখানকার মালামালও আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে৷ ভাড়াটিয়াদের অভিযোগ সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। বসবাসরত অন্ধ এক ভাড়াটিয়ার সিগারেট থেকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারনা তাদের।
ঘটনার ১ ঘন্টা পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আশপাশ থেকে আগুন নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা করলেও নেভানো সম্ভব হয়ে উঠেনি। তবে যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে না আনলে ব্যাপক ক্ষয়ক্ষতি হত বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসীরা। এছাড়াও সিগারেটের আগুন থেকে এমন দূর্ঘটনা সচেতনতার অভাব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img