শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

ব্ল্যাকমেইল করে’ গৃহবধূকে ধর্ষণ, ছবি-ভিডিও ছড়িয়ে যুবক ধরা

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আবুল মনছুর (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গ্রেপ্তারকৃত আবুল মনছুর নগরীর বাকলিয়া থানার ছিদ্দিক কলোনির বাসিন্দা। তার বিরুদ্ধে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ।
মামলার এজাহারে বলা হয়, পটিয়া পৌরসভার ওয়াবদা রোড এলাকায় স্বামীর অনুপস্থিতিতে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন ওই গৃহবধূ। স্বামীর একটি আইনি বিষয়ে সহযোগিতার সূত্র ধরে পরিচয় হয় আবুল মনছুরের সঙ্গে। এরপর ২০১৯ সালের ১৫ জানুয়ারি দুপুর সাড়ে ১২ টার দিকে গৃহবধূর বাসায় গিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে মনছুর। ধর্ষণের সময় গোপনে মোবাইলে আপত্তিকর ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করে রাখে সে। এরপর ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই নারীকে ব্ল্যাকমেইল করে এবং একাধিকবার ধর্ষণ করে।
এজাহারে আরও বলা হয়, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময় নগরীর বাকলিয়া থানার ছিদ্দিক কলোনির একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে ওই গৃহবধূকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে মনছুর। প্রতিবারই সে নতুন করে ভিডিও ধারণ করত এবং সেগুলো ব্যবহার করে ভুক্তভোগীকে হুমকি দিত ও মানসিক চাপে রাখত। সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি গোপনে ধারণ করা আপত্তিকর ছবি ও ভিডিও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে দেন। এতে পরিবারে মারাত্মক সংকট ও মানসিক ভেঙে পড়ার পরিস্থিতির সৃষ্টি হয়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগ এনে গতকাল ভুক্তভোগী থানায় একটি মামলা দায়ের করেন। এর পর পর মামলাটি গুরুত্বসহকারে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন। অত্যন্ত সংবেদনশীল, তাই যথাযথ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img