সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

ইসিতে আয় ও ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি

অনলাইন ডেস্ক: ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালে তাদের মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা, আর ব্যয় হয়েছে চার কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা।ফলে দলের হাতে বর্তমানে উদ্বৃত্ত রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।রোববার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে নির্বাচন ভবনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এ হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
হিসাব জমা দেওয়ার পর রিজভী গণমাধ্যমকে বলেন, দলের আয়ের প্রধান উৎস ছিল সদস্যদের মাসিক চাঁদা, বই ও পুস্তক বিক্রি, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান। অন্যদিকে ব্যয়ের বড় অংশ গেছে কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট-পোস্টার মুদ্রণ, ব্যক্তিগত ও দুর্যোগকালীন সহায়তার পেছনে।
এ সময় সাবেক নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, এক সময় নির্বাচন কমিশন ছিল নির্বাহী বিভাগের অধীনে পরিচালিত, ছিল ফ্যাসিবাদের হাতিয়ার। সে কমিশন রাতের আঁধারে ভোট দিয়ে লুটের নির্বাচনের বৈধতা দিয়েছিল। এমনকি মেরুদণ্ডহীন ও চাকরির প্রতি লোভী ব্যক্তিদের দিয়ে কমিশন গঠন করা হয়েছিল।
তিনি বলেন, শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল ইসি। তবে আমরা আশা করি, বর্তমান নির্বাচন কমিশন অতীতের সেই বিতর্কিত ভূমিকা থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল আচরণ করবে। দেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে এবং যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেবে। ইসি যেন একটি আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়, এটাই বিএনপির প্রত্যাশা বলে রিজভী জানান।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img