শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

বিমানবন্দরে শারজাহগামী যাত্রীর কাছ থেকে প্রায় ২২ লাখ টাকার মুদ্রা জব্দ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক শারজাহগামী যাত্রীর কাছ থেকে প্রায় ২২ লাখ টাকা মূল্যের দেশি-বিদেশি মুদ্রা জব্দ করেছে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার একটি যৌথ দল।শনিবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে এয়ার এরাবিয়ার ফ্লাইট G9-521-এ উঠার আগে সন্দেহভাজন হিসেবে ওই যাত্রী মো. আব্দুল মাজিদকে (পাসপোর্ট নম্বর A08298074) তল্লাশি করা হয়। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কাবুলিপাড়া এলাকার বাসিন্দা।এভসেক-এর দায়িত্বরত নিরাপত্তা প্রহরী মাহফুজুর রহমান জানান, ব্যাগেজ স্ক্যানিংয়ের সময় যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তার কাছে এন্ডোর্সমেন্ট বহির্ভূত মুদ্রা আছে কিনা জানতে চাওয়া হয়। যাত্রী তা অস্বীকার করেন। পরে দেহ তল্লাশিতে বৈদেশিক মুদ্রার অস্তিত্ব পাওয়া গেলে তাকে ডিজিএফআই কর্মকর্তার হাতে হস্তান্তর করা হয়।
পরবর্তীতে বিমানবন্দর কাস্টমস, এনএসআই, ডিজিএফআই, এভসেক, সিআইআইডি ও বিমানবাহিনীর টাস্কফোর্সের উপস্থিতিতে তার ব্যাগেজ তল্লাশি করে নিচের মুদ্রাগুলো জব্দ করা হয়, ৪,৭০০ মার্কিন ডলার, ৪৭ হাজার ৮৮৫ আমিরাতি দিরহাম, ৩ হাজার ৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমানি রিয়াল, ৩৬ হাজার বাংলাদেশি টাকা। আনুমানিক মূল্যমান প্রায় ২২ লাখ টাকা।
জব্দকৃত মুদ্রা ডিপার্টমেন্টাল মেমো (ডিএম) ভিত্তিতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যাত্রীকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারের রাজস্ব ফাঁকি ও বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে থানায় মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img