কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আজিজ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) ভোরে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী পলাতন রয়েছেন।নিহত কুলসুমা বেগম (৪০) বান্দরবান জেলার আলীকদম উপজেলার বাসিন্দা। তার স্বামী আজিজ মিয়া পেশায় একজন নির্মাণ শ্রমিক। পরিবারসহ গত দুই বছর ধরে খোয়াজনগরের নুরুল আবছারের বাসায় ভাড়া থাকতেন তারা। তাদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জেরে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আজিজ মিয়া ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করেন এবং ঘরে থাকা মরিচ বাটার শিল দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় কুলসুমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তাহের আহমেদ বলেন, “স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা শুনেছি। তবে সঠিক কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।”
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
