মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
spot_img

কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারেফুল ইসলাম শিহাব (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মইছ্যানাকাটা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত শিহাব পেকুয়া সদর ইউনিয়নের সাবেকগুলদী এলাকার প্রবাসী মোহাম্মদ বদিউল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শিহাব দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পেকুয়ার দিকে যাচ্ছিলেন। মইছ্যানাকাটা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বাইক থেকে ছিটকে পড়ে যান। এতে মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান তিনি। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন শিহাব। ছিটকে পড়ে একটি পুকুরপাড়ে গিয়ে পড়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি।
নিহতের ভাই ইকবাল মোহাম্মদ সাকিব বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ভাইকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা যায়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিহাবের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img