শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

চবিতে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা, প্রতিবাদে প্রধান ফটকে তালা

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদা দাবি নিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের জেরে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের দাবি, হামলাকারীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না। শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দেন।আহত শিক্ষার্থীরা হলেন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আতিকুল ইসলাম এবং জুবায়ের আহমেদ জিহান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরেস্ট্রি বিভাগের কয়েকজন শিক্ষার্থী স্টেশনের পাশে একটি খাবারের দোকান ভাড়া নেন। কয়েক দিন আগে স্থানীয় কিছু ব্যক্তি তাদের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে শুক্রবার সকালে স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়, যাতে দুইজন আহত হন।
আহত শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, “কয়েক দিন আগে আমাদের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। আমরা তা দিতে রাজি না হওয়ায় আজ সকালে তারা আমাদের ওপর হামলা করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি।”
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, “উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। শিক্ষার্থীরা বর্তমানে প্রধান ফটকে তালা দিয়েছে। প্রক্টরিয়াল বডি আসার পর বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার বলেন, “শিক্ষার্থীদের ওপর হামলার খবর আমরা পেয়েছি। বর্তমানে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।”

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img