সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

লোহাগাড়ায় যেভাবে গ্রেফতার ‘কুখ্যাত কেরাটি হাওল্ল্যা`

লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার কুখ্যাত অপরাধী আব্দুশ শুক্কুর ওরফে ‘কালু মেম্বার’ প্রকাশ ‘কেরাটি হাওল্ল্যা’ অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন। সোমবার (১১ আগস্ট) ভোরে উপজেলার চরম্বা নোয়ারবিলা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার কালু মেম্বার চরম্বা ইউনিয়নের মৃত সিদ্দিক আহমদের ছেলে এবং ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় ভ্যানগাড়ি চালক থেকে রাজনীতিতে প্রবেশ করা আব্দুশ শুক্কুরের শিক্ষাগত যোগ্যতা ছিল নগণ্য। বিএনপি ও এলডিপির রাজনীতি করার পর সরকারি বন ও খাস জমি দখল, অবৈধ গাছ কাটা এবং প্রভাব খাটিয়ে বিপুল সম্পদ গড়ে তোলেন তিনি। বিয়ে করেছেন তিনটি।
২০১১ সালে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর তার উত্থান শুরু হয়। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর সাবেক এমপি আবু রেজা নদভীর ঘনিষ্ঠজন হিসেবে আওয়ামী লীগে যোগ দেন এবং ক্ষমতার প্রভাবে এলাকায় ত্রাস সৃষ্টি করেন।
অভিযোগ রয়েছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, পক্ষপাতমূলক ‘বিচার’, নারী সংক্রান্ত মামলায় ব্ল্যাকমেইল, মানবপাচার মামলা সাজানোসহ নানা অপরাধে জড়িত ছিলেন তিনি।
২০১৬ সালে ভোটকেন্দ্র দখল করে দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগমকে মহিলা মেম্বার নির্বাচিত করান। ২০২১ সালেও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নিজে ও স্ত্রী উভয়েই মেম্বার নির্বাচিত হন। ২০২৪ সালের ৩ ও ৪ আগস্ট লোহাগাড়ায় ছাত্র–জনতার আন্দোলন দমনে অস্ত্র হাতে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে জমি দখল, বন ধ্বংস, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, বিস্ফোরক মামলায় কালু মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের নানা অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img