অনলাইন ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের ২০ মিনিট পরই ঢাকায় ফিরে যায়। ফ্লাইটটি কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি টের পেয়ে পুনরায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে বিমানটি ঠিক করে পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে বলে জানা যায়। সোমবার দুপুরে ১টা ৫৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়া বিজি-৬১৫ ফ্লাইটটি উড্ডয়ন করার কথা থাকলেও সেটি উড্ডয়ন করে ২টা ৩৪ মিনিটে। উড্ডয়নের কিছুক্ষণ পর কেবিনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বৈমানিক ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। এরপর ২টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামগামী ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। বিমানটির ত্রুটি শনাক্ত করে তা ঠিক করা হয়েছে। দশ মিনিট আগে (বিকেল ৪টা ৪০ মিনিটে) বিমানটি যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ফ্লাই (উড্ডয়ন) করেছে।’
প্রসঙ্গত, রবিবার (১০ আগস্ট) ইতালি থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৫৬ ফ্লাইটও যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হয়। ফ্লাইটটি রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। বর্তমানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রয়েছে।
