সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭১

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে হেরাতের গুজারা শহরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি এএফপিকে নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি।
হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, ইরান থেকে কাবুলগামী যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে চলছিল। অসতর্কতার কারণে প্রথমে একটি মোটরসাইকেলের সঙ্গে এবং পরে একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ট্রাকে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।নিহতদের মধ্যে ট্রাকচালক, তার সহকারী এবং মোটরসাইকেলের দুই আরোহী ছাড়া বাকি ৬৭ জনই বাসযাত্রী ছিলেন। বাসটির মাত্র তিনজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।
পুলিশ কর্মকর্তা সাইদি বলেন, নিহত বাসযাত্রীরা সবাই ইরান থেকে আফগানিস্তানে ফিরছিলেন। কয়েক দশক আগে সোভিয়েত সামরিক অভিযানের সময় তারা শরণার্থী হয়ে ইরানে আশ্রয় নিয়েছিলেন। চলতি বছরের শুরুতে ইরান সরকার শরণার্থীদের দেশে ফেরার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ লাখ ৬০ হাজারের বেশি আফগান দেশে ফিরেছেন।
সড়ক দুর্ঘটনা আফগানিস্তানে অস্বাভাবিক কিছু নয়। দুর্বল যোগাযোগ নেটওয়ার্ক, পাহাড়ি রাস্তা ও চালকদের অসতর্কতার কারণে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। গত বছরের ডিসেম্বরে জ্বালানিবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img