শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

৪০০ উইকেটের মাইলফলক আমিরের: টি–টোয়েন্টি

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির বৃহস্পতিবার দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৪০০ উইকেট পূর্ণ করেছেন। এর আগে এই মাইলফলকে পৌঁছেছিলেন ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ।ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সপ্তম ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের বিপক্ষে খেলার সময় এই মাইলফলক ছোঁন আমির। অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ফ্যাবিয়ান অ্যালেনকে আউট করেই তিনি ৪০০তম উইকেটটি নেন।ক্যারিয়ারের ৩৪৩তম টি–টোয়েন্টি ম্যাচে এসে ৪০০ উইকেট পূর্ণ করলেন এই বাঁহাতি পেসার। বর্তমানে তার সংগ্রহ ৪০০ উইকেট। তার সামনে আছেন কেবল ওয়াহাব রিয়াজ, যার ঝুলিতে আছে ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট।গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আমির।এর আগে ২০২০ সালে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। তবে গত বছরের শুরুতে আবারও সিদ্ধান্ত বদলিয়ে মাঠে ফেরেন এবং ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলেন।অভিজ্ঞ এই পেসারের ক্যারিয়ার জুড়ে বিতর্কের অভাব ছিল না। বিশেষ করে ২০১০ সালে স্পট–ফিক্সিং কাণ্ডে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
তার আন্তর্জাতিক ক্যারিয়ারে আমির খেলেছেন ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২ টি–টোয়েন্টি ম্যাচ। টেস্টে তার শিকার ১১৯ উইকেট, গড় ৩০.৪৭। ওয়ানডেতে নিয়েছেন ৮১ উইকেট, গড় ২৯.৬২। আর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তার সংগ্রহ ৭১ উইকেট, গড় ২১.৯৪।সব মিলিয়ে তিন ফরম্যাটে পাকিস্তানের হয়ে ১৫৯ ম্যাচ খেলে ২৭১টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন আমির।সবশেষ গত বছর পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেন তিনি। চার ম্যাচে সাত উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেন এই পেসার।

 

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img