ক্রীডা ডেস্ক: এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইকে সামনে রেখে বাহরাইনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। শুক্রবার (২২ আগস্ট) রাতে দ্বিতীয় ম্যাচেও হেরেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। দ্বিতীয়টিতে গোলের ব্যবধানও বেড়েছে। তবে আশার কথা হলো, প্রথমার্ধে বাংলাদেশই ছিল ২-১ গোলে এগিয়ে। কিন্তু শেষ পর্যন্ত ২-৪ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে অনূর্ধ্ব-২৩ দলকে।
এই ম্যাচটি ফিফা টায়ার-২ ম্যাচ হিসেবে স্বীকৃতি পেয়েছে। দুই দলই ম্যাচটি দর্শকশূন্য করে খেলায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়নি। তবে নানা মাধ্যমে জানা গেছে, বাংলাদেশের হয়ে মিরাজুল ইসলাম জোড়া গোল করেছেন। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১-০ গোলে।
সহকারী কোচ আতিকুর রহমান মিশু ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় বলেন, ‘বাহরাইনে দুটি ম্যাচ খেলার মাধ্যমে ভিয়েতনামের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। এখন ক্যাম্পে ২৪ জন আছে, সবাইই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। বাফুফেকে ধন্যবাদ এমন সুযোগ করে দেওয়ার জন্য।’রবিবার বাংলাদেশ অ-২৩ দল বাহরাইন থেকে ঢাকায় ফিরবে। ঢাকায় কয়েক দিন অনুশীলন করে ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে দল। সেখানেই যোগ দেবেন ইতালি থেকে আসা কিউবা মিচেল ও ফাহমিদুল।
উল্লেখ্য, এএফসি অ-২৩ টুর্নামেন্টকে ঘিরে এবারই প্রথম বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এতটা জোর দিয়েছে। এর আগে কখনো এই দলকে প্রস্তুতি ম্যাচ খেলতে বিদেশে ক্যাম্পে পাঠানো হয়নি।
