অনলাইন ডেস্ক: সংসদ নির্বাচনের আগে সারাদেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার না হলে ‘বিপদ’ দেখছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার নয়া পল্টনে দলীয় এক অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমান প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের দোসররা নানাভাবে ঘাপটি মেরে আছে। তারা সুযোগ পেলে অন্তবর্তীকালীন সরকার এবং গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে কাজ করবে।”বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে জিয়া পরিষদ উদ্যোগে রিকশা-ভ্যান চালকদের মধ্যে রেইন কোট বিতরণ করা হয় এ অনুষ্ঠানে।রিজভী বলেন, ‘‘ফ্যাসিবাদের দোসররা আজকে অবৈধ অস্ত্র নিয়ে, অবৈধ টাকা নিয়ে…। সামনে নির্বাচন; যদি অন্তবর্তীকালীন সরকার এই অবৈধ উদ্ধার করতে না পারে, তাহলে আগামী নির্বাচন বিপ্দজনক হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।“আজকে যারা রাজনীতি পর্যবেক্ষণ করছেন, তারা প্রত্যেকে বলছেন যে, আজকে প্রশাসনের মধ্যে সচিবালয়সহ বিভিন্ন জায়গায় তারা উদ্দেশ্যে নিয়ে বসে আছেন এবং বিভ্রান্তি তৈরি করার জন্য তারা কাজ করছে।… আমাদের সর্তক থাকতে হবে।”
‘আগে গণভোট কেন?’
রিজভী বলেন, “আপনারা জুলাই সনদের ব্যাপারে কথা বলছেন, সেখানে যদি আইন সংশোধন করতে হয়, সংবিধান সংশোধন করতে হয়, সেটা নির্বাচিত সংসদ করবে। একটি রাজনৈতিক দল বলছে যে, আগেই গণভোট দিতে হবে।“কেন? যদি মূল নীতিমালায় কোনো পরিবর্তন করতে হয়, সেটা তো করবে পার্লামেন্ট। শেখ হাসিনা যেমন গায়ের জোরে চালিয়েছে, প্রধান বিচারপতির সাথে আমার মনের মিল হয়নি সেজন্য গোয়েন্দা সংস্থার লোককে পাঠিয়ে দিয়ে অপমান করে তাকে দেশ থেকে বিতাড়িত করেছেন। ওই ধরনের আলামতের বৈশিষ্ট্য এখন কেন থাকবে?
আগেই গণভোট দাবির সমালোচনা করে রিজভী বলেন, “আগেই করতে হবে, আগেই মানতে হবে এটা কেনো? তালগাছটা আমার, সেই নিয়ে যদি চিৎকার করতে থাকি, তাহলে ফ্যাসিবাদকে পথ করে দেওয়া হবে।”
জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, জিয়া পরিষদের মহাসচিব এমতাজ হোসেন, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ হিল মাসুদ বক্তব্য রাখেন।
