ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর থেকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের হেয়াকো এলাকায় সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয় বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার চৌধুরী সমর্থিত গ্রুপ। মানববন্ধনের কারণে সড়ক অবরোধ হলে মহাসড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে। পরে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলামের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।তবে কিছুক্ষণ পরই আজিম উল্লাহ বাহার গ্রুপ এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন। ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যার ফলে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করতে বাধ্য হন।ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হচ্ছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি।’