শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

প্রথমবার নারী রেফারি কোপা আমেরিকায়

আন্তর্জাতিক ডেস্ক: আগামী জুনে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকার এবারের আসর। যেখানে প্রথমবারের মতো নারী রেফারি রাখার সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। গতকাল এক বিবৃতিতে নারী রেফারিদের নাম ঘোষণা করে সংস্থাটি। আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে এবারের আসর। যেখানে ৮ জন নারী রেফারিসহ ১০১ জন ম্যাচ অফিসিয়াল থাকবেন রেফারিংয়ের দায়িত্বে। প্রথম কোনো নারী হিসেবে এই টুর্নামেন্টে রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন ব্রাজিলের এদিনা আলভেস ও যুক্তরাষ্ট্রের মারিয়া ভিক্টোরিয়া পেনসো। তাদের সঙ্গে ভিএআরের দায়িত্বে থাকবেন নিকারাগুয়ার তাতিয়ানা গ্রিজমান।
এছাড়া বাকি নারী অফিসিয়ালরা হচ্ছেন ব্রাজিলের নিউসা বাক, কলম্বিয়ার মারি ব্লানকো, ভেনেজুয়েলার মিদালিয়া রদ্রিগেস এবং যুক্তরাষ্ট্রের ব্রোকি মায়ো ও ক্যাথরিন নেসবিত। প্রথমবারের মতো নারি রেফারিদের ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়ে লিঙ্গ সমতায় গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে কনমেবল।বিবৃতিতে সংস্থাটি বলে, ‘২০১৬ সালেই এটি ভেবে রেখেছিল কনমেবল। অবশেষে এবার সেই গুরুত্বপূর্ণ বিষয়টি বাস্তবায়ন করা হলো। যার উদ্দেশ্য হচ্ছে মাঠ ও মাঠের বাইরে নারীদের সফল করার পাশাপাশি পেশাদার করা। এছাড়া বিভিন্ন টুর্নামেন্টে লিঙ্গ সমতা বাস্তবায়ন করা। ’
২০২১ সালে প্রথম নারী রেফারি হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেন আলভেস। ২০২২ বিশ্বকাপে বাক এবং নেসবিত একইভাবে ম্যাচ পরিচালনা করার ইতিহাস গড়েন। পেনসো, মায়ো এবং নেসবিত ২০২৪ সালে ফ্রান্স অলিম্পিকের ফুটবল ইভেন্টেও ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img