শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

 মধ্যরাতের আগুনে প্রাণ গেল ১ নারীর, শিশুসহ দগ্ধ আরও চার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চান্দগাঁওয়ের মোহরা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গীতা রানি ঘোষ (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ চারজন গুরুতর দগ্ধ হয়েছেন।সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে মোহরা এলাকায় মল্লর বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ২টা ৪৫ মিনিটে খবর পেয়ে কালুরঘাট স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে, তবে ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
দগ্ধদের মধ্যে আছেন নিহত গীতা রানি ঘোষের ছেলে বিপ্লব ঘোষ (৪৯), তাঁর স্ত্রী কনা ঘোষ (৩৫) ও মেয়ে শশী ঘোষ (১০)। তাঁদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শশী ঘোষকে সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে পাঠানো হয়। পরে বিপ্লব ঘোষ ও কনা ঘোষকেও ঢাকায় স্থানান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দা উত্তম দাশ বলেন, ‘আগুন লাগার পর ঘরের ভেতর থেকে চিৎকার শুনতে পাই। আমরা দরজা ভাঙার চেষ্টা করি, কিন্তু তীব্র তাপ আর ধোঁয়ার কারণে ভেতরে ঢোকা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে সবাইকে উদ্ধার করে।’
কালুরঘাট ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফখরু উদ্দীন বলেন, ‘আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img