নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের ইপিজেড থানার পাঁচ বছর আগের একটি হত্যা মামলায় দুই আসামির ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন—বন্দর থানার ওয়াসিল চৌধুরী পাড়ার মো. বেলালের ছেলে মো. হৃদয় এবং একই এলাকার শাহাব উদ্দিনের ছেলে তানভীর মো. সজীব। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কক্সবাজার জেলার চকরিয়া থানার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের আবুল কালামের ছেলে মো. আহসান।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ এম আজাদ। তিনি বলেন, ‘ইপিজেড থানার ২০২০ সালের একটি হত্যা মামলায় আদালত দুইজনকে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অন্যদিকে যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’
