প্রেস রিলিজ : আন্তর্জাতিক বিশ্বভরা প্রাণ চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়ান দিবসে সকলের ঘরোয়া আয়োজনে কবিতা আর গানের ছন্দে মেতেছিলেন সকল সারথীরা সাথে ছিলেন বিশিষ্ট ছন্দের যাদুকর কবি রাশেদ রউফ।এরপর বিশ্বভরা প্রাণের সারথী রিনিক মুনের জন্মদিন পালন করা হয়।উপস্থিত ছিলেন অতিথি কবি রাশেদ রউফ, বাচিক শিল্পী প্রতীমা দাশ, বাচিক শিল্পী সিমলা চৌধুরী, সাথে ছিলেন শিল্পী দাশ, কন্ঠ শিল্পী ফাল্গুনী চক্রবর্তী,এডভোকেট বিকাশ কান্তি নাথ,বিশিষ্ট নৃত্য শিল্পী রাজেশ চক্রবর্তী, বিশিষ্ট সংগঠক রিটন দাশ।সহসভাপতি সুমন আচার্য, সভাপতি শিমলী দাশ।