সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া পৌরসভার মেধা বৃত্তি পরীক্ষার ২০২৪ সালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংসদ এম এ মোতালেবকে সংবধনা অনুষ্ঠান অনুিষ্ঠত হয়। পৌরসভার মেয়র জনাব মো: জোবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ এম এ মোতালেব ( সি আই পি)। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নিবাহী অফিসার মিল্টন বিশ্বাস, সাতকানিয়া থানার পুলিশ সুপার শিবলী নোমান, সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ প্রিটন সরকার, সাতকানিয়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।