শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

আবার ঝামেলা লেগে গেল: দেবের মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী

বিনোদন ডেস্ক : শুভশ্রী গাঙ্গুলি ও দেব দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন এই যুগল। কিন্তু শেষটা ভালো হয়নি এই জুটির। দুজনের পথ দুটো আলাদা হয়ে গেছে। আর মাঝে কেটে যায় এক দশক।প্রেম ভাঙার পর ‘ধূমকেতু’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন দেব-শুভশ্রী। ২০১৫ সালে সিনেমাটির শুটিং করেন তারা। কিন্তু সিনেমাটি মুক্তির আলো পায়নি। সব শঙ্কা কাটিয়ে গত ১৪ আগস্ট মুক্তি পায় সিনেমাটি।বক্স অফিসে রেকর্ড গড়ে। দূরত্ব কমে এই প্রাক্তন প্রেমিক জুটির। তাবে ভাঙা সম্পর্ক স্থায়ী হলো না। ফের দ্বন্দ্বে জড়ালেন দেব-শুভশ্রী।মূলত, দেবের একটি মন্তব্য ঘিরে নতুন করে জটিলতার সূচনা হয়।
একটি সাক্ষাত্‍কারে দেবের কাছে জানতে চাওয়া হয়, ‘ধূমকেতু’ সিনেমা যদি এখন নির্মিত হতো, তাহলে কী শুভশ্রীকে এই চরিত্রে কাস্ট করতেন দেব? খানিকটা দ্বিধা নিয়ে দেব বলেন, “নির্ভর করছে, শুভশ্রী গাঙ্গুলি কোন স্টেজে থাকত। আমি যদি সুযোগ পেতাম তাহলে শুভশ্রীকেও সুযোগ দিতে হতো। ও কী বিবাহিত থাকত, দুই বাচ্চার মা থাকত? আমার চরিত্রটা কী এই শুভশ্রীর বয়সটাকেই চাইছে, না কি ওই শুভশ্রীর বয়সটাই চাইছে?” ব্যাখ্যা করে দেব বলেন, “আজ যদি এটা প্রথম সিনেমা হতো, তাহলে হিরোইন হিসেবে রাখতাম না। আমার চরিত্র যদি শুভশ্রীকে হিরোইন হিসেবে ডিমান্ড না করে, ওই বয়সটা, ওই সারল্য, সেটা অন্য কোনো হিরোইনের মধ্যে পেলে তাকেই কাস্ট করতাম।তবে প্রমিস রাখতে ওকে অন্য একটা রোল দিয়ে জিজ্ঞাসা করতাম ও করবে কি না।”
দেবের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর দেব-শুভশ্রী ভক্তরা দুই শিবিরে ভাগ হয়ে যান। তৈরি হয় বিতর্ক; যা এখনো চলমান। পরে এ বিষয়ে শুভশ্রীর কাছে প্রশ্ন রাখা হয়। শুভশ্রী গাঙ্গুলি বলেন, “কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এই ধরনের কথা বলে? আমার জানা নেই। আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই। আমি ‘সন্তান’ করেছি। আমার কাছে চরিত্রটা গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ দাঁড়িয়ে এ রকম একটা অসম্মানসূচক মন্তব্য, যেখানে তুমি একজন অভিনেত্রীর সঙ্গে সিনেমার প্রচার করছ, সেখানে এটা কীভাবে, আমি জানি না।” দেবের সঙ্গে সম্পর্ক ভাঙার পর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান শুভশ্রী। ২০২০ সালে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। অন্যদিকে, অভিনেত্রী রুক্মিণীর সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img