মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার খিলমুরারী এলাকা থেকে সাইদুল ইসলাম নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সাইদুল ইসলাম স্থানীয়ভাবে ডাকাত সাইদুল নামে পরিচিত। জোরারগঞ্জ থানার তিনি ২১টি মামলা মোকদ্দমায় আসামি। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, ছিনতাই, অস্ত্র, চুরি, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ২টি গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।
পুলিশ জানায়, সাইদুল এলাকার সন্ত্রাসী হক সাবের একান্ত সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। বিশেষত, তিনি বিএসআরএম ফ্যাক্টরিতে চুরি ও খিলমুরারী এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক ব্যবসায় সক্রিয় ছিলেন।
সাইদুলের গ্রেপ্তারের পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘থানার তালিকাভুক্ত সন্ত্রাসী সাইদুলকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ২১টি মামলা রয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
