অনলাইন ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করেছে দলটি।রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, সংগঠনবিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কার্যকলাপে জড়িত থাকার কারণে গঠনতন্ত্রের বিধান মোতাবেক তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বিশৃঙ্খলা সৃষ্টি ও দলের নির্দেশনা অমান্য করার অভিযোগে উদয় কুসুম বড়ুয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।”সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় তার ভূমিকা নিয়ে সমালোচনা ওঠে। দলীয় তদন্তে উসকানি দেওয়ার প্রমাণ পাওয়ার পরই এ সিদ্ধান্ত নেয় বিএনপি।