মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
spot_img

দেশে হরিলুট শুরু হয়ে গেছে : মাসুদ কামাল

অনলাইন ডেস্ক : প্রবাসীদের কিভাবে ভোট নেওয়া যায় এর জন্য ৩০ জন পরামর্শক নিয়োগ করা হয়েছে। যার বাজেট ১৫ কোটি টাকা বলে জানিয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। দেশে একটা হরিলুট শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন মাসুদ কামাল।
আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের প্রতিটি গাড়ি কিনতে ব্যায় হবে ১০১ কোটি ৬১ লাখ টাকা। তার মানে নির্বাচন হচ্ছে নতুন সরকার শপথ নিচ্ছে এবং নতুন গাড়িতেও চড়ছে তাইতো? টকশো উপাস্থাপকের এমন প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, গাড়িটারই তো ব্যাপার না গাড়ি কত টাকা দিয়ে কিনছেন এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো কিনলেই লাভ কিনলেই কমিশন। কমিশনটা তাড়াতাড়ি নেওয়া দরকার।ওনাদের (সরকার) যাও্রর সময় হয়ে গেছে এখন শেষ সময়ে যা পায় যে উপায়ে পায়।গাড়ি যারা আসবে তারা কিনবে অসুবিধাটা কি আছে। আপনাকে কিনতে হবে কেন? এতদিন গাড়ি ছাড়া চলে নাই? এমন প্রশ্ন রাখেন মাসুদ কামাল।
তিনি আরো বলেন, ‘আগের সরকার যারা দেশে চলে গেছে, তারা গাড়ি সঙ্গে নিয়ে গেছে? যায় নাই তো।তাহলে সমস্যাটা কি। আগামী মন্ত্রীদের গাড়ির দরকার আছে কি নাই এ সরকার এখন টের পাচ্ছে? মাথা খারাপ হয়ে গেছে।’দেশে হরিলুট শুরু হয়ে গেছে দাবি করে মাসুদ কামাল বলেন, মাঝে দেখলাম বিদেশে প্রবাসীদের ভোটার করার ব্যবস্থা করছে। এতে ৫০ কোটির ওপরে বাজেট গেলে একনেকে পাস করতে হয় এজন্য ৪৯ কোটি ৪৩ লাখ টাকা বাজেট করা হয়েছে। যাতে তাৎক্ষণিক পাস করানো যায়।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img