নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকা থেকে একনলা বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজ (লীডবল) উদ্ধার করেছে র্যাব-৭। তবে এসময় কাউকে গ্রেপ্তার করা হয়নি।আইস ফ্যাক্টরি রোড বায়েজিদ নার্সারির উত্তর পাশে দেয়াল সংলগ্ন ঝোপের মধ্য একটি ব্যঅগ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮টায় সদরঘাটের আইস ফ্যাক্টরি রোড বায়েজিদ নার্সারির উত্তর পাশে দেয়াল সংলগ্ন ঝোপের মধ্যে শপিং ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এসব অস্ত্র সদরঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
