শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫
spot_img

নেপালে জেন জিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের রাজধানী কাঠমাণ্ডুর নিউ বানেশ্বরে সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬-এ দাঁড়িয়েছে। হাজার হাজার তরুণ রাস্তায় নেমে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দেশজুড়ে বিস্তৃত দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবিতে বিক্ষোভ করে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে এ নিহতের ঘটনা ঘটে।
দিনের শুরুতে সিভিল হাসপাতালে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিল।পরে সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা যান বলে হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন চন্দ্র রেগমি জানান।ন্যাশনাল ট্রমা সেন্টারের এক চিকিৎসক বলেন, বিক্ষোভে আহত চারজন সেখানে মারা গেছেন। আরো অন্তত ১০ জন গুরুতর আহত বিক্ষোভকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যাদের মাথা ও বুকে গুলি লেগেছে।প্রচুরসংখ্যক আহতকে সিভিল হাসপাতাল, এভারেস্ট হাসপাতাল ও ট্রমা সেন্টারসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।
সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীরা রেস্ট্রিকটেড এলাকা ভেঙে ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ জলকামান, টিয়ার গ্যাস এবং গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে বহু মানুষ আহত হন।জেনারেশন-জেড তরুণদের নেতৃত্বে এই আন্দোলনে মূল দাবি ছিল দুর্নীতির অবসান এবং সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার। সহিংস ঘটনার পর কাঠমাণ্ডু জেলা প্রশাসন রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে।এদিকে আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে, বড় শহরগুলোতেও বিক্ষোভ শুরু হয়েছে।সূত্র : কাঠমান্ডু পোস্ট

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img