মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
spot_img

ব্যাগে ফুলের মালা রাখায় বিমানবন্দরে অভিনেত্রীকে লাখ টাকা জরিমানা

বিনোদন ডেস্ক : জুঁই ফুলের মালা সঙ্গে রাখায় মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়ালম অভিনেত্রী নব্য নায়ারকে ১,৯৮০ অস্ট্রেলীয় ডলার অর্থাৎ প্রায় ১ লাখ ১৪ হাজার রুপি জরিমানা করা হয়েছে। তবে জরিমানা সত্ত্বেও, নব্যা ঘটনাটিকে একটি শিক্ষণীয় অভিজ্ঞতা হিসাবে বর্ণনা করেছেন।ইনস্টাগ্রামে জুঁইয়ের মালা মাথায় গুঁজে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী এবং মালয়ালম ভাষায় একটি ব্যঙ্গাত্মক ক্যাপশনও যোগ করেছেন। তাতে লেখা, ‘জরিমানা দেওয়ার ঠিক আগের নাটক!’ পরে অবশ্য ক্যাপশনটি মুছে দেন নব্য।ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সম্প্রতি মালয়ালি অ্যাসোসিয়েশন অফ ভিক্টোরিয়া আয়োজিত ওনাম উদযাপনে যোগ দিতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন নব্য। সেখানেই নিজের সঙ্গে ঘটা ঘটনার কথা শেয়ার করেছেন নব্য।
জানা গেছে, কোচি ছাড়ার আগে অভিনেত্রীর বাবা তার জন্য জুঁই ফুলের মালা কিনেছিলেন। কোচি থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে একটি মালা নায়িকা চুলের খোঁপায় বেঁধেছিলেন, অন্যটি ব্যাগে রাখা ছিল।নব্যার ক্যারি অন (সঙ্গে রাখা) ব্যাগে প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা জুঁইয়ের মালা ছিল। এর জন্যই মেলবোর্ন বিমানবন্দরে তাকে থামানো হয় এবং তাকে জরিমানা করা হয়। বিমানবন্দরে অভিবাসন অফিসাররা তাকে ২৮ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন। যদিও নায়ার স্বীকার করেছেন যে এই কাজটি সে দেশের আইন পরিপন্থী, তবে এটিকে তিনি অজান্তে করা ভুল বলে ব্যাখ্যা করেছেন।
অস্ট্রেলিয়ার কৃষি, মৎস্য ও বন বিভাগের মতে, আন্তর্জাতিক ভ্রমণকারীরা কেবল তখনই তাজা কাটা ফুল এবং পাতা আনতে পারবেন যদি তারা আগমনের সময় সেই সংক্রান্ত সমস্ত তথ্য লিখিত জমা দেন। এরপর জৈব সুরক্ষা কর্মকর্তাদের দ্বারা কীটপতঙ্গ এবং রোগের জন্য পরীক্ষা করা হয় সেসব ফুল এবং পাতা।
আগত যাত্রী যদি কার্ডে উদ্ভিজ উপাদান আগে থেকে ঘোষণা করতে ব্যর্থ হন তাহলে তাকে ৬,৬০০ অস্ট্রেলীয় ডলার পর্যন্ত জরিমানা করা হবে, সম্ভাব্য ফৌজদারি মামলাও দায়ের হতে পারে বা এমনকি সেই বিদেশির ভিসা পর্যন্ত বাতিলও হতে পারে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img