নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন রেড ক্রিসেন্ট ফিজিওথেরাপি সেন্টারে চাইল্ড কেয়ার জোনের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে হুমায়ুন কবির-রোজি কবির ফাউন্ডেশনের অর্থায়নে এ চাইল্ড কেয়ার কর্ণার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মেয়র সরাসরি ফিজিওথেরাপি সেন্টারের রোগীদের সেবায় অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের লক্ষ্য হলো চট্টগ্রামের প্রতিটি নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এজন্য ফিজিওথেরাপি সেন্টারকে আধুনিক ও সুবিধাসম্পন্ন করে তোলা হচ্ছে, যাতে এখানে আগত প্রতিটি রোগী সঠিক চিকিৎসা এবং পুনর্বাসনের সুবিধা পেতে পারে। আমরা শুধু রোগীকে চিকিৎসা দিচ্ছি না, বরং তাদের পূর্ণভাবে সুস্থ ও স্বাবলম্বী হওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তাও নিশ্চিত করছি।
তিনি আরও বলেন, ফিজিওথেরাপি সেন্টারটি শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীসহ সকল বয়সী রোগীর জন্য সমানভাবে খোলা। বিশেষ করে শিশুদের জন্য স্থাপিত চাইল্ড কেয়ার কর্ণার আমাদের বিশেষ পদক্ষেপ। এখানে শিশুরা নিরাপদ ও আরামদায়ক পরিবেশে থাকতে পারবে, যাতে রোগীর পরিবারও নির্ভয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে।
মেয়র গুরুত্ব দিয়ে বলেন, আমরা চাই চট্টগ্রামে ফিজিওথেরাপি সেবাকে আধুনিক মানের সঙ্গে সমন্বয় করা হোক। সেন্টারে নতুন প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে, যাতে রোগীদের পুনর্বাসন দ্রুত এবং কার্যকর হয়। এছাড়া চিকিৎসা প্রদানের পাশাপাশি রোগীদের সঙ্গে মানসিক সহায়তা এবং সামাজিক পরিচর্যাও দেওয়া হবে।শেষে তিনি জানান, আমাদের পরিকল্পনা শুধু ফিজিওথেরাপি সেন্টারকে উন্নত করা নয়, বরং নগরের প্রতিটি স্বাস্থ্যসেবা কেন্দ্রকে আধুনিক ও নাগরিকবান্ধব করার। আমরা চাই চট্টগ্রামের প্রতিটি মানুষ সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম. এ ছালাম এবং সঞ্চালনা করেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ।
আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাহউদ্দিন, জিয়াউল হক সোহেল, মো: মেহেদী হাসান রায়হান, সালাহউদ্দিন সাহেদ, ডাঃ ফারহানাজ মাবুদ সিলভী, মো: এনামুল হক, ইউনিট লেভেল অফিসার আবদুর রহিম আকন, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম. তামজীদ, সাংগঠনিক বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলামসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।
