মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
spot_img

যুক্তরাজ্যে প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলো সিভাসু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ের (সিভাসু) খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের একটি দল যুক্তরাজ্যের প্রোগ্রামে অংশগ্রহণ করেন। যুক্তরাজ্যের কেমব্রিজ ও রিটল শহরে অনুষ্ঠিত এ কর্মশালায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিভাসু’র খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার। এছাড়া, কর্মশালায় অংশ নেন সিভাসু’র এপ্লাইড ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মজিবুল হক, সহকারী অধ্যাপক তাসলিমা আহমেদ এবং প্রভাষক সুলতানা জান্নাত পমি। তাঁরা বিভিন্ন বৈজ্ঞানিক সেশন ও অভিজ্ঞতা বিনিময়ে অংশ নেন।
কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমনওয়েলথ স্কলার ও সিভাসু’র এপ্লাইড ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক তাসলিমা আহমেদ।
কর্মশালার অংশ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিরা একটি প্রেজেন্টেশন দেন, যা বয়সজনিত স্বাস্থ্য ও পরিবেশগত পরিবর্তনের প্রভাব সম্পর্কে আলোকপাত করে। যৌথ গবেষণার অংশ হিসেবে বাংলাদেশ এখন অন্তর্ভুক্ত হয়েছে। এই নেটওয়ার্কে যুক্তরাজ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলে সিভাসু প্রতিনিধিদল আশাবাদ ব্যক্ত করেন।
এই আন্তর্জাতিক কোলাবরেশন বাংলাদেশের গবেষণা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে আন্তর্জাতিকমানের গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সহযোগিতা নিশ্চিত হবে। কর্মশালার অংশ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিরা অজট কেমব্রিজ ও রিটল ক্যাম্পাস পরিদর্শন করেন এবং নতুন প্রকল্প প্রস্তাবনা তৈরি করার কার্যক্রমে অংশগ্রহণ করেন। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে সুস্থ্য বার্ধক্য বিষয়ক গবেষণা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img