শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

চবি উপাচার্য সকাশে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এর সাথে তাঁর অফিস কক্ষে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি ড. মোঃ আবদুল করিম বৃহস্পতিবার সাকলে সৌজন্য সাক্ষাৎ করেন।
উপাচার্য প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি ড. মোঃ আবদুল করিমকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি চবি এলামনাই এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সহযোগিতা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। মাননীয় উপাচার্য এ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড বিশেষ করে বিশ^ র‌্যাংকিংয়ে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অবস্থান সুনিশ্চিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ সম্পর্কে মতবিনিময় করেন। তিনি এ বিশ^বিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, ভৌত অবকাঠামো উন্নয়নসহ সামগ্রীক বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি ড. মোঃ আবদুল করিম মাননীয় উপাচার্যকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিচালনায় উপাচার্যের বিভিন্ন কর্মপরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ সম্পর্কে জেনে অত্যন্ত খুশি হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এর পেশাগত ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্ষদ ও ইউজিসিতে দায়িত্বপালনে অভিজ্ঞতার আলোকে এবং তাঁর সুযোগ্য, গতিশীল ও দুরদর্শী নেতৃত্বে অচিরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাড়িয়ে আর্ন্তজাতিক পরিমণ্ডলে সম্মানজনক অবস্থানে পৌঁছতে সক্ষম হবে মর্মে ড. মোঃ আবদুল করিম আশাবাদ ব্যক্ত করেন।

 

 

 

 

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img