মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
spot_img

কলকাতা এখন আমার সেকেন্ড হোম : জয়া আহসান

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়। দুই বাংলাতেই সমান দক্ষতায় অভিনয় করে যাচ্ছেন। ফলে দুই দেশেই তিনি সমানসংখ্যক ভক্ত-অনুরাগীর ভালোবাসা কুড়িয়েছেন। দেশে অসংখ্য সফল সিনেমায় অভিনয়ের পর, টালিউডেও তিনি একের পর এক ছবিতে দাপটের সঙ্গে কাজ করছেন।‘ডিয়ার মা’ থেকে শুরু করে ‘পুতুল নাচের ইতিকথা’— সবখানেই অসাধারণ অভিনয়ের ছাপ রেখেছেন তিনি।শুধু তাই নয়, বলিউডেও কাজ করেছেন এই নন্দিত অভিনেত্রী। আগামী বছর শুরু হচ্ছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী ২’ ছবির শুটিং। বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত যেন তার জীবনের স্বাভাবিক অংশ।অনেক সময় ঢাকার চেয়ে কলকাতাতেই বেশি সময় কাটে তার। তাই অকপটে জয়া বলেছেন, “কলকাতা এখন আমার সেকেন্ড হোম।”সম্প্রতি কলকাতার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি। এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড আয়োজিত গ্লোবাল ইনফ্লুয়েন্সার এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-এর মঞ্চে উপস্থিত ছিলেন জয়া আহসান।অনুষ্ঠানে যোগ দিয়ে আপ্লুত অভিনেত্রী বলেন, এখানে এসে তিনি ভীষণ আনন্দিত।
দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে পূজার পরিকল্পনার কথা জানাতে গিয়ে বলেন, “পূজার সময় কলকাতাকে খুব মিস করি। এমনিতেও কলকাতা এখন আমার দ্বিতীয় বাড়ি। তাই পূজার সময় এখানেই কাটাতে বেশি ভালোবাসি।এবারের পূজাতেও কলকাতায় থাকব।”
এছাড়া জয়া আহসান চলচ্চিত্রে ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের গুরুত্বের কথাও উল্লেখ করেন। তার মতে, কোনো ছবি মুক্তির পর সেটির জনপ্রিয়তা বাড়াতে তারা বড় ভূমিকা রাখেন। কনটেন্ট ক্রিয়েটরদের তৈরি ভিডিও শেষ পর্যন্ত ছবির উপকারেই আসে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img