সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না, প্রতিজ্ঞা নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে একটি বৃহৎ বসতি স্থাপন প্রকল্পের স্বাক্ষর অনুষ্ঠানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিজ্ঞা করে বলেছেন, ‘কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না।’ স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নেতানিয়াহু মাআলে আদুমিমে এক অনুষ্ঠানে বলেন, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি, কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না। এই স্থান আমাদের।’ এটি একটি ইসরায়েলি বসতি, যা জেরুজালেমের ঠিক পূর্বে অবস্থিত।তিনি আরো বলেন, ‘আমরা আমাদের ঐতিহ্য, আমাদের জমি এবং আমাদের নিরাপত্তা রক্ষা করব… আমরা এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করব।’ এই অনুষ্ঠানটি তার কার্যালয় থেকে সরাসরি সম্প্রচার করা হয়।ইসরায়েল দীর্ঘদিন ধরে প্রায় ১২ বর্গকিলোমিটার (পাঁচ বর্গমাইল) এলাকাজুড়ে একটি অঞ্চল নির্মাণের পরিকল্পনা করে আসছে।যা ‘ই১’ নামে পরিচিত। তবে আন্তর্জাতিক বিরোধিতার মুখে সেই পরিকল্পনা বহু বছর ধরে স্থগিত ছিল।
গত মাসে ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ঘোষণা দেন, তিনি ‘ই১’ এলাকায় প্রায় ৩ হাজার ৪০০টি ঘর নির্মাণের পরিকল্পনাকে সমর্থন করছেন। এই সংবেদনশীল অঞ্চলটি জেরুজালেম ও মাআলে আদুমিমের মাঝখানে অবস্থিত।
তার এই ঘোষণার ফলে ব্যাপক নিন্দা ছড়িয়ে পড়ে।জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, “এই বসতি পশ্চিম তীরকে কার্যত দুই ভাগে ভাগ করে ফেলবে এবং এটি একটি সংযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ‘অস্তিত্বগত হুমকি’ তৈরি করবে। ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দ্বারা অধিকৃত পশ্চিম তীরের সব বসতিকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়, সেগুলোর জন্য ইসরায়েলি পরিকল্পনা অনুমোদন থাকুক বা না থাকুক।”ব্রিটেন, ফ্রান্সসহ একাধিক পশ্চিমা সরকার ঘোষণা করেছে যে, তারা চলতি মাসের শেষে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। ব্রিটেন বলেছে, যদি ইসরায়েল গাজার বিধ্বংসী যুদ্ধে যুদ্ধবিরতির বিষয়ে সম্মত না হয়।তবে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নেবে।সূত্র : এএফপি

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img