বিনোদন ডেস্ক : বলিউডের ‘বাদশাহ’ শুধু রূপালি পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও তিনি মানবতার পাশে দাঁড়ান। পাঞ্জাবে ভয়াবহ বন্যায় যখন হাজারো মানুষ গৃহহীন, ঠিক তখনই ১৫০০ পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন শাহরুখ খান।গত ৩৭ বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। টানা অতিবৃষ্টিতে পানির নিচে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’ ইতিমধ্যেই উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণ শুরু করেছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অমৃতসার, পাতিয়ালা, ফজিলকা, ফিরোজপুরসহ পাঞ্জাবের বিভিন্ন জেলায় ১৫০০ পরিবারের দায়িত্ব নিয়েছেন শাহরুখ। তাদের জন্য পাঠানো হচ্ছে পানীয় জল, খাবার, ফ্লোটিং কট, তোষক, মশারি, ওষুধসহ প্রয়োজনীয় সব সামগ্রী। শুধু ত্রাণ নয়, চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্বও নিচ্ছে ‘মীর ফাউন্ডেশন’। সংস্থার প্রতিশ্রুতি— ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে মাথার ওপর ছাদ গড়ে তুলতে সহায়তা করা হবে।সিনেমার শুটিং ও ছেলের সিরিজের প্রচারণা নিয়ে ব্যস্ত থাকলেও মানবিক দায়বদ্ধতা ভুলে যাননি কিং খান। নিঃশব্দে মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁর স্বভাব।এর আগে পাঞ্জাববাসীর জন্য মানসিক শক্তি কামনা করে এক্স-এ একটি আবেগঘন পোস্ট করেছিলেন শাহরুখ। লিখেছিলেন,“ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পাঞ্জাবের মানুষদের জন্য আমার মন কাঁদছে। সবার জন্য প্রার্থনা করছি এবং ঈশ্বরের কাছে শক্তি কামনা করছি। পাঞ্জাবের মনোবল যেন কখনও ভেঙে না পড়ে। ঈশ্বর তাদের সবার মঙ্গল করুন।”