শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫
spot_img

অনশন ভাঙলেন চবির ৯ শিক্ষার্থী

চবি প্রতিনিধি: ৫২ ঘণ্টা পর আমরণ অনশন ভাঙলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ শিক্ষার্থী। প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে তারা এই অনশন করেন।শুক্রবার বিকেল ৪টা ১৭ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আকতার ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের উপস্থিতিতে তারা অনশন ভাঙেন।তাদের অনশন ভাঙার সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেন। শিক্ষার্থীরা প্রশাসনের দেওয়া জুস পান করে অনশন ভাঙেন।শিক্ষার্থীরা জানান, বুধবার থেকে টানা অনশন চালিয়ে যাওয়ায় তাদের মধ্যে সাতজন অসুস্থ হয়ে পড়েন।
বিশ্ববিদ্যালয় মেডিকেল অফিসার ডা. আবুল কাসেম বলেন, দীর্ঘ ৫২ ঘণ্টা পর্যন্ত না খাওয়ার ফলে পানির ঘাটতির কারণে শিক্ষার্থীদের শরীরে লবণ ও শর্করার ঘাটতি তৈরি হয়। রক্তচাপ ও শর্করা অনেক কমে গেছে। আমরা তাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। বর্তমানে সবাই শঙ্কামুক্ত, তবে ৭ জন শিক্ষার্থীকে মেডিকেল সেন্টারে পর্যবেক্ষণে রেখেছি।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া বলেন, উপাচার্যের আশ্বাসে আপাতত অনশন কর্মসূচি স্থগিত করেছি। আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট সমাধানের প্রত্যাশা করছি। আলোচনার সারমর্ম শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করব। দাবি বাস্তবায়নের নিশ্চয়তা না পেলে পুনরায় কঠোর কর্মসূচিতে যাব।উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আকতার বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো আলোচনা মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হবে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থতার প্রতি আমাদের সর্বোচ্চ গুরুত্ব আছে। আশা করি, আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব হবে।
প্রসঙ্গত, গত ৩০ ও ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে সাড়ে চার শতাধিক শিক্ষার্থী আহত হন। নিরাপত্তা দিতে প্রক্টরিয়াল বডির ব্যর্থতার অভিযোগ তুলে নয় শিক্ষার্থী বুধবার দুপুর ১টা থেকে আমরণ অনশনে বসেছিলেন।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img