নিজস্ব প্রতিবেদক: আধুনিক সাংবাদিকতার পথিকৃৎ, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আজ ১ জুন শনিবার বিকেল চারটায় প্রগতিশীল নাগরিক সমাজ -এর উদ্যোগে চেরাগী পাহাড়স্থ অস্থায়ী কার্যালয়ে শ্রীমতী ঝর্ণা নন্দীর সভাপতিত্বে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন অতি আস্থাভাজন বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী। ১৯৫৩ সালে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্ব নিয়ে পাকিস্তানী শোষক গোষ্ঠীর বিরুদ্ধে বাংলার নির্যাতিত নিপীড়িত জনগণকে ঐক্যবদ্ধ করার কারণে কারা নির্যাতন ভোগ করেছিলেন। ১৯৬৯ সালের এই দিনে পত্রিকার কাজে গিয়ে অসুস্থ হয়ে পড়লে পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন অজিত কুমার শীল মাস্টার, মিজানুর রহমান, প্রধান শিক্ষক বিজয় শংকর চৌধুরী, দুলাল মল্লিক ও রাধা রাণী প্রমুখ।