নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী ডা.আফসারুল আমিনের প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রগতিশীল নাগরিক সমাজ -এর উদ্যোগে আজ ২ জুন (রোববার) চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন মোমিন রোডস্থ পাহাড় দৈনিক আজাদী টাওয়ার কার্যালয়ে আরিফুল ইসলাম হীরার সভাপতিত্বে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী বলেন, সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন ছিলেন একজন শিক্ষানুরাগী জনদরদী রাজনৈতিক নেতা। তিনি তাঁর জীবদ্দশায় বহু সেবামূলক প্রতিষ্ঠান তৈরী করে আপামর জনসাধারণের মন জয় করতে সক্ষম হন।সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, দিদারুল আলম, রোকসানা আক্তার, আবুল কাশেম, মিনতি বড়ুয়া ও মিনু বেগম প্রমুখ। সভশেষে ডা. আফসারুল আমিনের পরলৌকিক রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমিন।