সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

কবি-এহছানুল আজিম এর একগুচ্ছ কবিতা

দুটি প্রাণের মিলনের ব্যাকুলতা

ভালোবাসা মানে শুধু স্পর্শ নয়,কথাটি শুধুই
যুগে যুগে যুগল প্রেমের
স্মৃতিময় সঞ্চয়।
ভালোবাসা শুধুই স্পর্শ নয়
ভালোবাসা একই পথের দুই প্রান্তে দাউ দাউ করে জ্বলা দুটি অগ্নিশিখা
ভালোবাসা হল
দুটি অগ্নিশিখা একই শিখায় জ্বলে উঠার আকুলতা।
ভালোবাসার ইতিকথা দুটি প্রাণের মিলিত হওয়ার ব্যাকুলতা।
যে পথে দুজনের পথ চলা
সে পথেরও একদিন
শেষ হয়,পথ ও পথের সাথে মিলিত হয়-


ভালবাসাও একসময় মিলিত হতে চায়, চায় পরিণয়-
কারণ ভালোবাসার ইতিকথা দুটি প্রাণের মিলিত হওয়ার ব্যাকুলতা।
যদিও ভালোবাসা মানে শুধু স্পর্শ নয় তবুও চলার পথের কোন এক প্রান্তে এসে ভালবাসা স্পর্শ চায় –
গামের গন্ধ যদি নোংরা হয়
ভালোবাসা তখন নোংরা হতে চায়।
কারণ ভালোবাসার ইতিকতা দুটি প্রাণের মিলিত হওয়ার ব্যাকুলতা।
প্রেম প্রীতি ভালোবাসা মানে শুধু স্পর্শ নয় কথাটি শুধুই যুগল প্রেমের আবেগময় গীতিকথা।
পৃথিবীর দেশে দেশে সকল নর-নারীর ভালবাসার শেষ পরিণয় প্রেমানলে হয় –
প্রেম পতঙ্গ প্রেমানলে জ্বলিয়া পুড়িয়া মরিবার তরে জন্ম লয়- কারন,ভালোবাসার ইতিকথা দুটি প্রাণের মিলিত হওয়ার ব্যাকুলতা।
প্রেম হলো তুষের আগুন
বুকে পুষিয়া রাখে সাধ্য কার
প্রেম হলো দুটি হৃদয়ের সুতোয় বাঁধা সেতু
নিরাপদ পারাপার।
প্রেম প্রীতি ভালবাসা এই যেন মহাকাশে তারার পাশে তারা-
ভুবনে চড়ায় দুটি তারার মিলিত আলোক ধারা-
ভালোবাসা হলো দুটি হৃদয়ের দুটি প্রেমের মশাল
একই মশালে শীতল আগুনের
পরশ হয়ে জ্বলবার আকুলতা-
ভালোবাসা ইতিকথা
দুটি প্রাণের মিলনের ব্যাকুলতা।।

ছিন্নমূলের রাত

বাবা মানে বটবৃক্ষ মা তার শেখর
ছেলে মেয়ে ফলপুল বুকের দুই পাশের দুই কুল
বৈশাখী উৎসব শেষে রমনার বটমূলের বুকে
বাসা বাঁধে বাংলার ছিন্নমূল
বাবা মানে খরস্রোতা নদীর ডিঙ্গি নৌকার মাঝি –
মা তার হাল মা তার পাল
দিনের কুড়ানো কাগজ বিক্রি করে
বাবা মা আনে আধা কেজি চাল এক মুঠো ডাল।


মাথার উপর নেই ঢাল নেই চাল
তবু জড়িয়ে থাকে তারা নেই গোলমাল
কনকনে শীতের রাতে মাটিতে বিছানা পাতে
মধ্যরাতে দুর্বৃত্ত আসে টর্চ লাইটের আলোয় দেখে আছে কি খাস মাল!
ছেড়া কম্বল বুক থেকে ছুঁড়ে ফেলে
করে লজ্জা লন্ডভন্ড
ঘুমন্ত চিহ্নমূলের আর্তনাদে সুশীলের ঘুম ভাঙ্গে না ভাঙ্গে জাতির মেরুদন্ড।

পতিতার অধিকার

পতিতা বলে যাদের সমাজ চ্যুত করেছো
তাদের ঐশ্বর্য রক্ষার লাগি রাষ্ট্র তুমি কী করেছ?
ওদের কাছে ভোট চাইতে তোমরা নিষিদ্ধ পল্লীতে যাও
সখ্যতা গড়তে তার চকিতে বসে লেবুর শরবত খাও।
পতিতার ভোট নিয়ে সংসদে যেতে তোমাদের লাগেনা কোনো লজ্জা
পতিতাদের পল্লী গড়ে
কর সরকারি জমি কব্জা।


পতিতার ভোটে সংসদে গিয়ে কেন করনা পতিতা সুরক্ষায় ‌আইন-
কেন সংসদে দাঁড়িয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য বক্তৃতায় বলো না দুটি লাইন-
পতিতাকে পতিতা বানিয়ে রাখতে দিনের পর দিন চালাও সেকালের আইন-
পতিতা বলে যাদের তোমরা জেলে ভর কর নিপীড়ন
তারাও আমাদের মা-বোন
কেন পাবে না তারা নাগরিক অধিকার সমসম্মান
ওহে সমাজপতি তাদের অধিকার তোমার মত সমানে সমান –
তাদের ফিরিয়ে নিতে হবে গৃহালয়ে দিতে হবে অধিকার না হয় রক্তিম পতাকার সম্মান হবে ম্লান
ওদের বুঝিয়ে দিতে হবে হিসাবের ন্যায্য পাওনা
অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান।
হে ভদ্র সমাজ তোমরা নিষিদ্ধ পল্লীকে সকলে যদি বলো না –
হরফ করে বলতে পারি আর একটি পতিতাও এদেশে সৃষ্টি হবে না।
না বলতে যদি না পারো
পতিতা সুরক্ষা আইন কর
পদ্মার আড়ালে প্রতিদিন যারা করছ পাপ
তারা কেন প্রতিতার পাপ করিতে পারো না মাপ।
পাপ মুক্ত সমাজ গড়তে
ওদের বসাও বিয়ের পিঁড়িতে
দাও সংসার আবাসন –
আপত্তি নাই, তারপরে ওদের উপর চালাও যদি সেকালের শাসন।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img