সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

পতেঙ্গায় বাসচাপায় নারী শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড এলাকায় গাড়িচাপায় মনি আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কর্ণফুলী ইপিজেডের স্টিল মিলস বাজারে এ ঘটনা ঘটে। নিহত মনি আক্তার কর্ণফুলী ইপিজেডের ভেঞ্চুরা নামে একটি কারখানায় কর্মরত ছিলেন। মনি আক্তার চট্টগ্রামের চন্দনাইশ এলাকার বাসিন্দা। সকালে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, মনি আক্তার নামে এক শ্রমিক দুর্ঘটনার শিকার হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গার্মেন্টস কর্মীদের বহনকারী একটি বাস দ্রুতগতিতে এসে ওই নারী শ্রমিককে চাপা দেয়। এতে তার পা থেকে কোমর পর্যন্ত থেঁতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের আনয়নকারী জানায় সেখানেই সেই নারীর মৃত্যু হয়েছে।
স্টিলমিল বাজারের স্থানীয় দোকানদার নজরুল ইসলাম বলেন, নারীটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির বাসটি এসে চাপা দেয়। আহত অবস্থায় আমরা মিলে তাকে হাসপাতালে পাঠাই। তাকে দেখে মনে হয়েছে গার্মেন্টস কর্মী।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img