মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
spot_img

ফটিকছড়িতে জিএসএ মনোনীত প্রার্থী মিজানুর রহীম চৌধুরীর জনসংযোগ

সংবাদ বিজ্ঞপ্তি: ফটিকছড়ি আদালতপাড়ায় জনসংযোগ ও মতবিনিময় কর্মসূচিতে অংশ নিয়ে গণসংহতি আন্দোলন (জিএসএ) মনোনীত চট্টগ্রাম- ফটিকছড়ি ২ আসনের প্রার্থী ও বিশিষ্ট শ্রমিক নেতা মিজানুর রহীম চৌধুরী বলেন, “আইন ও বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা ছাড়া একটি রাষ্ট্র কখনোই স্থায়ী উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রগতি অর্জন করতে পারে না। জাতীয় পুনর্গঠনের ভিত্তি হিসেবে বিচারব্যবস্থাকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং স্বাধীন রাখা জরুরি।”তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিচারব্যবস্থাকে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত রাখার দাবি জনগণের। ন্যায়বিচার নিশ্চিত হলে সাধারণ মানুষ রাষ্ট্রের ওপর আস্থা ফিরে পায় এবং সমাজে সমতা প্রতিষ্ঠিত হয়।মিজানুর রহীম চৌধুরীর মতে, “স্বাধীন বিচারব্যবস্থা হলে দুর্নীতি কমবে, প্রশাসন শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত হবে। আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে এবং বিচারব্যবস্থা হবে সম্পূর্ণ নিরপেক্ষ।”জনসংযোগকালে তিনি স্থানীয় নাগরিক, আইনজীবী ও বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা শোনেন। তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা গড়ে তোলাই হবে তার রাজনৈতিক অঙ্গীকার।এ সময় উপস্থিত এলাকাবাসী এবং সমর্থকরা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠায় তার ভূমিকার প্রশংসা করেন এবং নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img