সংবাদ বিজ্ঞপ্তি : জোসেফ হাওয়াইয়ান গিটার পরিষদ-এর ৮৫ তম বর্ষপূর্তি উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মনোজ্ঞ গিটার সন্ধ্যা “আলোয় আলোকময়” আগামী ৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭ টায় অনষ্ঠিত হবে। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকতে হাওয়াইয়ান গিটার পরিষদ চট্টগ্রাম, বাংলাদেশ এর পক্ষ থেকে এক বিবৃতিতে অনুরোধ করেছেন।


