মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
spot_img

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাদের হামলায় শুক্রবার ও শনিবার মিলে মোট ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।সংবাদমাধ্যমটি একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানায়, বেলুচিস্তানের চামান সীমান্তের জামান সেক্টরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্র অনুযায়ী, শুক্রবার মধ্যরাতে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়।
এর জবাবে পাকিস্তান সেনারা তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। প্রথমে হালকা অস্ত্র ব্যবহৃত হলেও পরবর্তীতে প্রায় ৪৫ মিনিট ধরে উভয় পক্ষের গোলাগুলি চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সেনারা রকেট লঞ্চার, কামানসহ ভারী অস্ত্র মোতায়েন করে।
এই হামলায় আফগান তালেবান বাহিনীর তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বলে দাবি করেছে সূত্রটি। তারা আরও জানায়, সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত না হয়—সেই বিষয়টি বিবেচনায় রেখে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো অস্ত্র ব্যবহার করা হয়।
সূত্রের দাবি, প্রথম দফা হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকে পুনরায় গুলি ছোড়ে। এর জবাবে পাকিস্তান সেনারা ওই এলাকাতেও ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img