মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
spot_img

মানবাধিকার রক্ষায় আইএইচআরসিজি’র যুগপযোগী ভূমিকা পালন করবে-চসিক মেয়র

খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রামের আন্দোলন সংগ্রাম ও মানবিক কাজে অনবদ্য অবদানের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, প্রখ্যাত চিকিৎসক ডা. শাহাদাত হোসেনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন আইএইচআরসিজি’র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আমির হোসেন খান, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশের জেনারেল সেক্রেটারী সৈয়দ মোস্তফা আলম, আইএইচআরসিজি’র সাংগঠনিক সম্পাদক এস.এম. কামরুল ইসলাম প্রমুখ। বিশেষ সম্মাননা গ্রহণকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশের মানবাধিকার রক্ষায় আইএইচআরসিজি বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। আগামী দিনের পথ চলায় এ সংগঠন বাংলাদেশর স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, বাকস্বাীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষায় আরও যুগউপযোগী ভূমিকা পালন করবে বলে আশা করি।


আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশের জেনারেল সেক্রেটারী সৈয়দ মোস্তফা আলম বলেন, ৫ আগস্ট’র পর থেকে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য দেশী বিদেশী অশুভ চক্রান্ত চলছে। এ চক্রান্ত অত্যন্ত দৃঢ়তার সাথে অন্তবর্তীকালীন সরকার সহনশীল পর্যায়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রশাসনিক কাঠামো ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে। এ অবস্থায় স্বাধীনতাকামী এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনকে অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে আগামী নির্বাচনকে সুষ্ট ও গ্রহণ যোগ্য করে তোলার জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মানবাধিকার রক্ষায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গণতান্ত্রিক এবং মানবিক হতেই হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‌্যালিতে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইএইচআরসিজি’র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আমির হোসেন খান, সংগঠনের যুগ্ম সম্পাদক মাঈন উদ্দীন আহমদ, নির্বাহী পরিচালক নুরুল আবসার তৌহিদ, সংঠনের নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা তাহেরা শারমীন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মুহাম্মদ আওরঙ্গজেব খান সম্রাট, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, মোঃ আব্দুর রহিম, পটিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী আফরোজা বেগম জলি, নেত্রী নাহিদা আক্তার নাজু, চম্পা রানী নন্দী, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক চৌধুরী ওহাব, চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ডা. জামাল উদ্দিন, আর্ন্তাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ মোশারফ হোসেন, সীতাকুন্ড উপজেলার সভাপতি মোঃ মুসলিম উদ্দিন ভূইয়া, মহানগরের যুগ্ম সমন্বয়কারী জাবেদ চৌধুরী, সংগঠনের নারী নেত্রী জান্নাতুল মাওয়া মারুফা, শারমীন সরকার, জোহরা সেলিম, সীতাকুন্ড পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদা বেগম, নারী উদ্যোক্তা মনিরা দিলশাদ তানসি, সংগঠনের নেতা যথাক্রমে-হাজী নুরুল ইসলাম, তাহেরা মহরম, ফাহমিনা আলম, ইঞ্জি: কাজী মিজান, এনাম হোসেন, মোঃ আলাউদ্দিন, আব্দুল কাদের চৌধুরী, মোঃ ইয়াছিন, মোঃ রাজু চৌধুরী, তৌহিদুল আলম তালুদার, মোঃ ইকরাম, ইব্রাহিম লালন, সঙ্গীত শিল্পী এস.বি সুমি, মোঃ ইমাম উদ্দিন, মোঃ আজহারুল ইসলাম তামিম, শান্ত দে, ফয়জুল হক, আসিফ রোহান, মোঃ ইয়াছিন প্রিন্স, তাহমিনা আক্তার প্রমুখ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img