মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
spot_img

রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুন, আটকা পড়ে প্রাণ হারালেন দাদী-নাতনি

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় পুড়ে গেছে ছয়টি কাঁচা বসতঘর। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের কাদেরীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—কাদেরীয়া এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) এবং তার নাতনি পাঁচ বছর বয়সী জান্নাত। এ ঘটনায় কোনো ব্যক্তি আহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরগুলোতে। ছয়টি কাঁচা ঘর আগুনে পুড়ে যায়। এ সময় একটি ঘরের ভেতরে আটকা পড়ে পুড়ে মারা যান দাদী রুমি আক্তার ও নাতনি জান্নাত।
ঘটনার পরপরই ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ইউনিটটি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং সকাল ৮টা ৩৫ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৯টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নির্বাপণে সময় লাগে সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত।
অগ্নিকাণ্ডে মো. কায়েস আহম্মেদ, মনসুর, ময়নুল আহম্মেদ, সংজি, এসকান্দার ও সিরিন আক্তারের মালিকানাধীন একাধিক কক্ষবিশিষ্ট মোট ছয়টি কাঁচা বসতঘর পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গুনিয়া স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল মন্নান জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাত লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে দ্রুত অভিযানের মাধ্যমে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার ও তদন্ত কাজ চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img