মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
spot_img

হাদি হত্যার বিচার দাবি চট্টগ্রামে নিউমার্কেট মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: নির্মম হত্যাকাণ্ডের শিকার শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শতাধিক তরুণ-যুবক নগরীর নিউমার্কেট মোড়ের একপাশে অবস্থান নেয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে আরও লোকজন জড়ো হচ্ছেন।অবস্থানকারীদের কারও হাতে জাতীয় পতাকা, কেউ কেউ হাদি হত্যার বিচার দাবিতে লেখা প্লাকার্ড বহন করছেন। ‘অবস্থান কর্মসূচি’ লেখা মূল ব্যানার সড়কে রেখে চারপাশে গোল হয়ে অবস্থান নিয়েছেন তারা। এছাড়া, তারা হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’; ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’সহ ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
ব্যস্ততম নিউমার্কেট মোড়ের একপাশে বিক্ষোভকারীদের অবস্থানের কারণে সেখানে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। এতে আশপাশের এলাকায় যানজট হচ্ছে।সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন ফেসবুক পেইজ থেকে ঢাকার শাহবাগের ধারাবাহিকতায় চট্টগ্রামেও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। দুপুরে নিউমার্কেট মোড়ে সবাইকে জমায়েত হওয়ার জন্য আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনে রিকশায় থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে পুলিশ ও র‍্যাব গ্রেফতার করেছে। তবে গুলিবর্ষণকারী হিসেবে শনাক্ত হওয়া ফয়সাল করিম মাসুদ গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ হাদির অনুসারীরা।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img